মির্জাগঞ্জে একজন পরীক্ষার্থীর দায়িত্বে ১২জন কর্মকর্তা-কর্মচারী !

মির্জাগঞ্জে একজন পরীক্ষার্থীর দায়িত্বে ১২জন কর্মকর্তা-কর্মচারী !

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ঃ মির্জাগঞ্জ উপজেলার একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে একজন পরীক্ষার্থীর জন্য ১২জন কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত ছিলেন। তাও আবার অনিয়মিত এক পরীক্ষার্থীর জন্য।
 সোমবার মির্জাগঞ্জ উপজেলার কাঁঠালতলী মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে (ভেন্যু- আখাতর হোসেন চৌধুরী মেমোরিয়াল কলেজ) অনুষ্ঠিত শাররীক শিক্ষা বিষয়ে   সজিব  নামে অনিয়মিত এক পরীক্ষার্থী এতে অংশ নেয়। সে উপজেলার ভিকাখালী ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র।
কেন্দ্র জুড়ে মাত্র একজন পরীক্ষার্থী হলেও সুষ্ঠুভাবে তার পরীক্ষা নেয়ার ব্যাপারে দায়িত্বে কোনো ঘাটতি ছিল না। ১৪৪ ধারা জারিসহ নেয়া হয় প্রয়োজনীয় সকল ব্যবস্থা । কেন্দ্র পরিদর্শকসহ একজন কেন্দ্র সচিব, একজন সহকারী কেন্দ্র সচিব, একজন হলসুপার, দুই জন কক্ষ পরিদর্শক, দুইজন পুলিশ ও চতূর্থ শ্রেণির কর্মচারীসহ মোট ১২জন কর্মকর্তা-কর্মচারী  নিয়োজিত ছিল চারজন।
কাঁঠালতলী মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও  প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. হারুন-অর-রশিদ বলেন, মাত্র একজন পরীক্ষার্থী থাকলেও পরীক্ষা গ্রহণের জন্য নিয়ম অনুয়ায়ী তার সকল ব্যবস্থাই গ্রহণ করা হয়।